অনলাইন ডেস্ক:
ফেনী শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে চাঁদাবাজির অভিযোগে শহীদুল ইসলাম রাসেল (৩৫) প্রকাশ নাপিত রাসেল কে আটক করেছে পুলিশ। আটককৃত রাসেল পুলিশ কোয়াটার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, ফেনী শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে ইস্টার্ন ব্যাংকের বিপরীতে জনতা মেটাল থেকে ৬০ হাজার টাকা চাঁদা নেন পুলিশ কোয়াটার এলাকার বাসিন্দা রাসেল। রবিবার রাতে ফের চাঁদা দাবী করলে চাঁদা দিতে অস্বীকার করেন তার। এসময় রাসেল জনতা মেটালে ভাংচুর চালায়। ব্যবসায়ীরা থানায় খবর দিলে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর কবির ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় জনতা মেটালের মালিক বাদী হয়ে চাঁদাবাজীর অভিযোগে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।