নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সকাল ৮টায় ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে সম্মিলিত কুচকাওয়াজ, ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো: ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসান ইমাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোয়েব ইমতিয়াজ নিলয়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।