দৈনিক ফেনীর সময়

ছাগলনাইয়ায় ভারতীয় ঔষধ ও মাদকসহ দুইজন গ্রেফতার

ছাগলনাইয়ায় ভারতীয় ঔষধ ও মাদকসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলার পূর্ব রাধানগর এলাকায় শনিবার অভিযান চালিয়ে ১৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ ও ২৬ কেজি গাঁজাসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্র জানায়, ােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি গাঁজা ও বিদেশী ঔষধ অবৈধভাবে সংগ্রহ করে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামের হাবিবুর রহমানের বসত ঘরের পরিত্যক্ত কক্ষে মজুদ করে ক্রয়-বিক্রয় করছে। র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে মো. নূরুল আফছার (২৭) ও মো. আমজাদ হোসেন (৩০) কে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পরিত্যক্ত ঘরের ভেতরে চারটি প্লাস্টিকের বস্তার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ঔষধ ২৯ হাজার ৯৭৫ পিস ট্যাবলেট, ১১ হাজার ২৭০ পিস ক্যাপসুল, ১হাজার ইনজেকশন, ৩৪০টি ড্রপ ও দুটি প্লাস্টিকের বস্তার ভিতর আকাশী রংয়ের পলিথিনে মোড়ানো ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আদায়যোগ্য শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাইকৃত ভারতীয় ঔষধ ও গাঁজা সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার দুই ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে। নুরুল আফছারের নামে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় চোরাচালান ও আমজাদ হোসেনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানা ও সিএমপির চান্দগাঁও থানার একটিসহ মোট দুটি মাদক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!