দৈনিক ফেনীর সময়

ছাগলনাইয়ায় ১৬ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

ছাগলনাইয়ায় ১৬ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও থ্রিপিস (লেহেঙ্গা) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রবিবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জঙ্গল মিয়া রাস্তার মাথায় গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয়। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করলে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫১৫ পিস ভারতীয় শাড়ী ও ৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়। এসময় ভারতীয় পণ্য পাচারের ঘটনায় গাড়ী থেকে রাধানগর ইউনিয়নের মোকামিয়া পূর্ব মধুগ্রাম ওয়ার্ডের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি, তার সহযোগি নুর আলম তুষার চৌধুরী, কাভার্ডভ্যান চালক শাহাদাত হোসেন ও চালকের সহযোগি আবদুল হালিমকে গ্রেফতার করা হয়। অভি পূর্ব মধুগ্রাম এলাকার মৃত শরিয়ত উল্যাহর ছেলে, তুষার একই এলাকার আজিজুল হক চৌধুরীর ছেলে, শাহাদাত একই এলাকার আবুল বশরের ছেলে ও হালিম দক্ষিন আধার মানিক এলাকার আবু তাহেরের ছেলে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহেল কামাল বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মোকামিয়া এলাকার নুরে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), চট্টগ্রামের সাতকানিয়া এলাকার আবদুল মজিদের ছেলে মুন্না (৩৫) এর কাছ থেকে ভারতীয় কাপড় সংগ্রহ করে। তারা অবৈধভাবে শুল্ক/কর ফাঁকি দিয়ে ফেনী শহর ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ্ মো: ফয়সাল আহম্মেদ ভারতীয় শাড়ী-থ্রিপিস সহ চারজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!