দৈনিক ফেনীর সময়

জয়কালী মন্দিরে কানাডা প্রবাসী হুমায়ুনের পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা

জয়কালী মন্দিরে কানাডা প্রবাসী হুমায়ুনের পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা

শহর প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনী শহরের ট্রাংক রোডের জয়কালী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের বস্ত্র উপহার দিয়েছে মাবিয়া-নজির ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার নেতা কানাডা প্রবাসী এস.এম হুমায়ুন পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে বস্ত্র তুলে দেন। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শুকবেদ নাথ তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমির চন্দ্র কর, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক তপন কর, জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা ও কালিবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস। এসময় ১৩০ সনাতন ধর্মাবলম্বী মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

হুমায়ুন পাটোয়ারী বলেন, “ইউরোপের দেশগুলোতে সকল ধর্মের লোক তাদের উৎসব পালন করে থাকে। মাল্টি কালচারাল ওখানে বিদ্যমান। সেই ক্ষেত্রে আমাদের দেশ কেন পিছিয়ে থাকবে। আমাদের দেশেও কোন বিভেদ থাকবে না। এখানে মাইনরিটি বলতে কিছু নেই। আমরা সবাই এক। আমরা একসাথে বসবাস করবো এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো।”

মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের ছোটবেলা থেকে যে আবহমান সৌহার্দ্যপূর্ন পরিবেশ এবং সাংস্কৃতি আমরা দেখে আসছি সেটা এখন পর্যন্ত বিরাজমান আছে। বিশেষ করে এবারের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়ে সারাদেশে যে একটি আতংক ছিল, যে গুজব ছড়ানো হয়েছিল, আমরা দেখছি আসলে সব শঙ্কা উড়িয়ে দিয়ে এবারো শান্তিপূর্ণভাবে বরং অন্যান্যবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।”

তিনি বলেন, “এখানে মসজিদ-মন্দির পাশাপাশি। আমরা পাশে ইবাদত করছি আর আপনারা পূজা করতেছেন। এখান থেকে বের হয়ে আমরা আবার একইসাথে চা খাচ্ছি। এখানে অনেকে আছে আমরা একসাথে পড়ালেখা করেছি, একসাথে পেশাগত কাজে আছি। পাশাপাশি আমরা অনেক সামাজিক কর্মকান্ড পরিচালনা করি। ঠিক উৎসবও ভাগাভাগি করে একসাথে শামিল হচ্ছি। আগামীতেও এ ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!