দৈনিক ফেনীর সময়

জায়লস্করে অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় বাখরাবাদের ৮ মামলা

জায়লস্করে অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় বাখরাবাদের ৮ মামলা

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের রামচন্দ্রপুর, ওমরপুর, এনায়েতপুর, ছোট আহম্মদপুর এলাকায় ৫ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ ও আরো ৭ কিলোমিটার লাইন উচ্ছেদের ঘটনায় ৮টি মামলা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এসব মামলায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী ছাড়াও দালাল চক্রের লোকজন সহ ৬৯ জনকে আসামী করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে ৮টি মামলা দায়ের করা হয়। বাখরাবাদের প্রধান কার্যালয়ের নিরাপত্তা, সেফটি এন্ড সিকিউরিটি বিভাগের উপ-ব্যাবস্থাপক আবদুর রউফ বাদি হয়ে এসব মামলা দায়ের করেন। মামলা তদন্তের জন্য দাগনভ‚ঞা থানাকে নির্দেশ দেয়া হয়।

বাখরাবাদ সূত্র জানায়, ২০১৬ সালে জায়লস্কর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজার হাজার ফুট গ্যাসের লাইন স্থাপন করা হয়। ২০২২ সালের নভেম্বরে ৫ হাজার ২০ ফুট লাইন উচ্ছেদ, ৩শ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন, ৫০টি রেগুলেটর ও ২৯ বাল্ব উদ্ধার করা হয়।

দাগনভ‚ঞা থানার ওসি মো: হাসান ইমাম বাখরাবাদের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!