fenirshomoy logo black


নিজস্ব প্রতিনিধি :

ছাত্রদল নেতা জিল্লুর রহমানের হুমকির মুখে ফেনী সরকারি কলেজের এক কর্মচারী গত দুই সপ্তাহ ধরে চাকুরী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। কলেজের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, জিল্লুর হুমকির মুখে অফিস সহায়ক নুরুন নবী মোবাইল ফোন বন্ধ করে কয়েকদিন ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি আর চাকুরীতে ফিরবেন না বলেও কর্তৃপক্ষকে জানিয়েছেন।

নুরুন নবী জানান, ফেনী সদরের বাসিন্দা রতন নামের একব্যক্তি কলেজে যাতায়াতের সুবাধে পরিচয় হয়। রতন তার ডিগ্রিতে অধ্যয়নরত স্ত্রীকে নিয়ে বিভিন্নসময় কলেজে যেতেন। একদিন রতন স্ত্রীর ব্যাপারে তার কাছে খোঁজখবর নেন। বিষয়টি রতনের স্ত্রী জিল্লুকে জানালে ক্ষুদ্ধ হন। একপর্যায়ে জিল্লু তাকে কলেজের চাকরী এমনকি ফেনী ছেড়ে দেয়ার হুমকি দেন। তিনি কোন ধরনের ছুটি ছাড়াই কলেজে যাতায়াত বন্ধ করে দেন। কলেজ কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারছেন না।
তবে তারা জেনেছেন, নুরুন নবী আর চাকুরীতে নাও ফিরতে পারেন। তিনি প্রাণভয়ে দেশ ছেড়ে দেয়ার চেষ্টা করছেন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর ছাত্র সংসদ কার্যালয় ও ক্যান্টিন দখলে নেয় ছাত্রত্ব না থাকা এই নেতা। বিভিন্ন সময় ফরম ফিলাপ সহ দাপ্তরিক কার্যক্রম নিয়ে কলেজ কর্মচারী এমনকি অধ্যক্ষ-উপাধ্যক্ষকে হুমকি-ধামকি দিতেও ছাড়েনি। লোকলজ্জায় তারা এসব অপমান নিরবে হজম করছেন। কলেজ ছাত্রদলের অপরাপর নেতাদের সাথেও তার বিরোধ রয়েছে বলে অন্য নেতারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, কলেজ ছাত্রদলের নেতাদের উপস্থিতিতে জিল্লু কলেজ ক্যাম্পাস এড়িয়ে চলে। বিভিন্ন সময় বহিরাগতদের নিয়ে মাঝেমাঝে কলেজ আঙ্গিনায় মহড়া দেয়।

বিএনপি, যুবদল-ছাত্রদলের অন্তত ১০ জন নেতা জানান, জিল্লুর চাঁদাবাজী সহ নানা কর্মকান্ডে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে ছাত্রদলের হাইকমান্ডকে বিভিন্ন সময় বিষয়গুলো জানানো হয়েছে। তবে অদৃশ্য কারনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন জানান, চাঁদাবাজীর বিষয়টি তাদের নজরে এসেছে। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে নিয়ে তিনি জরুরী ভিত্তিতে বসবেন। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে। আজকের বিষয়টিও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!