সময় ডেস্ক :
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট এর ১৫ বছর পদার্পন উপলক্ষ্যে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার বাঙালিদের ঐতিয্যবাহী সংস্কৃতির অন্যতম এ উৎসবে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে উৎসবমুখর হয়ে উঠে এ আয়োজন।
শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ সংলগ্ন ইসহাক প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অন্যদের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, টুইনসফ্ট চেয়ারম্যান এস.এম ইব্রাাহীম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে সরকারি-বেসরকারি, প্রশাসনিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
টুইনসফ্ট চেয়ারম্যান এস.এম ইব্রাাহীম সুমন জানান, টুইনসফ্ট ২০০৯ সাল থেকে কম্পিউটার, ইংলিশ, আই’টি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষনে দক্ষ মানবশক্তি তৈরীর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন বিকাশে বিভিন্ন সাংস্কৃতি ও উৎসবের আয়োজন করে আসছে। গ্রাম-বাংলার অতীত ঐতিহ্যের অন্যতম উৎসব হলো পিঠা উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা লালন করি আমাদের বাঙ্গালীয়ানা।