অনলাইন ডেস্ক :
টুইনসফ্ট এর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও কারিগরি বোর্ডের অধীনে জানুয়ারি থেকে জুন, এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ সেশনের গ্রাফিক্স ডিজাইন মাল্টিমিডিয়া ও মাইক্রোসফ্ট অফিস এ্যাপ্লিকেশন কোর্সের বোর্ড পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের বোর্ড প্রদত্ত সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। টুইনসফ্ট টেকনোলজীর পরিচালক এস.এম ইব্রাহীম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর আফরোজা জয়নব, ফেনী কমপেক্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান লিয়াকত আলী আরমান। শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।