দৈনিক ফেনীর সময়

ডিসি শাহীনার বিচার দাবী ফেনীর ছাত্রসমাজের

ডিসি শাহীনার বিচার দাবী ফেনীর ছাত্রসমাজের

শহর প্রতিনিধি :

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অন্যত্র বদলী প্রত্যাখান করে বিচার দাবী জানিয়েছে বিপ্লবী ছাত্রসমাজ। শনিবার জেলা প্রশাসককে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালক হিসেবে পদায়ন করায় রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধি নাঈম ফরায়জী বলেছেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে ১৬, ১৭, ১৮, ১৯ জুলাই এবং ৪ আগস্ট মহিপালে সন্ত্রাসী আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনসমূহ ছাত্রসমাজ তথা ফেনীর আপামর জনতার উপর হামলার ঘটনায় জেলা প্রশাসক শাহীনা আক্তার দায়ী। তার বিচার দাবীতে আন্দোলন করে আসছি।”

নাঈম ফরায়জী আরো বলেন, “অন্যায় যে করে অন্যায়কে যে প্রশ্রয় দেয় অথবা নিরব ভূমিকা পালন করে সবাই সমান অপরাধী। যেহেতু ৪ তারিখের হত্যাকান্ডে জেলা প্রশাসক শাহীনার দায়িত্বে জেলা প্রশাসনের দুইজন ম্যাজিষ্ট্রেটের সামনে গুলি করে আমাদের ভাইদের শহীদ করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের অপসারণ চাইনি, তার বিরুদ্ধে সকল অপকর্ম, অভিযোগের জবাবদিহিতা এবং বিচার দাবী করেছি।”

এসময় ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইফরান হোসেন ও আইসিএসটির প্রাক্তণ শিক্ষার্থী সালে উদ্দিন শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!