নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের দাউদপুল কাঁচাবাজারে আসা এক সবজি বিক্রেতার কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে সিএনজি অটোরিক্সা চুরি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে সোমবার দুপুরে পুলিশ গ্রেফতার করে। এদের একজন মোতালেব পাটোয়ারী ফেনী পৌর যুবদল সদস্য ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর ভাই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ নভেম্বর রাত ১০টার দিকে সিএনজি অটোরিক্সায় সবজি নিয়ে দাউদপুল কাঁচাবাজারের উদ্দেশ্যে রওনা হন ফটিকছড়ির ভুজপুর থানার আনোয়ার হোসেন। রাত ৩টার দিকে বাজার থেকে গাড়ীটি চুরি হয়ে যায়। খোঁজাখুজির পর গাড়ী চোরদের শনাক্ত করা হলে মোতালেব পাটোয়ারী ও তার সহযোগিরা দেড় লাখ টাকা চাঁদা দাবী করে।
গাড়ীর মালিক আবু আহম্মদ জানান, ধারদেনা করে মোতালেব, আলফাজ ও রুবেলকে ২০ হাজার টাকা দেন। ১ ডিসেম্বর রাতে তার কাছে মোবাইল ফোনে পুনরায় দেড় লাখ টাকা দাবী করা হয়। বিষয়টি কাউকে জানালে গাড়ী বিক্রির হুমকি দেয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মোতালেব পাটোয়ারী ছাড়াও রামপুর পাটোয়ারী বাড়ীর সৈকত, শর্শদী এলাকার খানে বাড়ীর ফাহিম, পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার মুন্না, পিরোজপুর জেলার জিয়ানগর থানার প্রত্যাশী ইউনিয়নের গামগাছিয়া এলাকার আলফাজ, দাউদপুল এলাকার মো: রুবেলকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দিয়েছেন।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে তার সিএনজি অটোরিক্সায় রামগড়, ভুজপুর থেকে সবজি আনা হয়। ইতিপূর্বে কখনো এমন পরিস্থিতির শিকার হননি।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন জানান, গতকাল দুপুরে এ ঘটনায় মোতালেব পাটোয়ারী, আলফাজ ও রুবেলকে গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধারে চেষ্টা চলছে।