দাগনভূঞা প্রতিনিধি :
চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে আগামী ১০ মে অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি এ কে এম সাইমুন হক রাজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। উপজেলা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমুখ।