নিজস্ব প্রতিনিধি :
দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের আবদুল গফুর হত্যা মামলায় চয়ন সাহা নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বহুল আলোচিত এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার চয়ন সাহাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত; চলতি বছরেরর গত ২৯ মে বুধবার পৌর শহরের হাসপাতাল রোডের ভূঞা ম্যানশন দখল করতে নারকীয় তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় ক্যান্সার আক্রান্ত আবদুল গফুর ভূঞা হামলার শিকার হন। এরপর থেকে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। ১ জুন শনিবার ভোরে ঢাকায় নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনায় গফুর ভূঞার ছেলে রিয়াদ হোসেন রাজু বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় গ্রেফতার চয়ন সাহা ছাড়াও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, আমান উল্যাহপুর এলাকার নির্মল সাহার ছেলে দহন সাহা, রুহিনী সাহার ছেলে নির্মল সাহা, জগতপুর এলাকার আবদুল ওহাবের ছেলে আইয়ুব আলী, কালা মিয়ার ছেলে ছেরাজুল হক প্রকাশ হকসাব ও রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের খায়েজুল হকের ছেলে ইকবাল হোসেন রয়েছে।