দৈনিক ফেনীর সময়

দাগনভূঞার শহীদ শিবলুর পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

দাগনভূঞার শহীদ শিবলুর পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিনিধি :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলনে রাজধানীর আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ আবু বক্কর ছিদ্দিক শিবলুর পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। রবিবার বিকালে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিন চাঁনপুর এলাকার ওছি উদ্দিন ভূঞা বাড়ি যান দলটির জেলা আমীর মুফতি আবদুল হান্নান। সেখানে শিবলুর শিশু সন্তান ফারহান ছিদ্দিক ও শশুর সাহাব উদ্দিনের হাতে সহায়তা হিসেবে নগদ ২ লাখ টাকা তুলে দেন তিনি। এসময় জেলা সেক্রেটারী মুহাম্মদ আবদুর রহীম, উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দীন, নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, ইয়াকুবপুর ইউনিয়ন আমীর ইব্রাহিম খলিল, সেক্রেটারী ডা: মাঈন উদ্দিন প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাড়ির সামনে শিবলুর কবর জিয়ারত করেন।

মুফতি আবদুল হান্নান জানান, জুলাই-আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের নগদ ২ লাখ টাকা প্রদান ও আহতদের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হচ্ছে। শিবলুর পরিবারকে সহায়তা দেয়ার পাশাপাশি ঘর নির্মাণ ও তার দুই সন্তানের পাশে থাকার কথা জানানো হয়।

প্রসঙ্গত; গত ২১ জুলাই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হন এলিট প্ইেন্টের হিসাবরক্ষক শিবলু। চারদিন অজ্ঞান থাকার পর ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!