দাগনভূঞা প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর উপহারে দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েমের পরিবারে খুশির বন্যা বইছে। মঙ্গলবার বিকাল ৩টায় দাগনভূঞা পৌর শহরের শ্রীধরপুর এলাকায় নতুন ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের মতবিনিময় সভায় অংশ নেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: গোলাম জাকারিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, মোনায়েমের মা বিবি কুলসুম, উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা বলেন, হাত না থাকায় পা দিয়ে লেখার এবং ছবি আঁকার প্রশিক্ষন দিয়েছি। মোনায়েম ঘর পাওয়ায় আমরা অনেক খুশি।
মোনায়েমের মা বিবি কুলসুম বলেন, ঘর পেয়ে আমরা আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সারাদেশ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদ কার্ডের জন্য নির্বাচন করেন। পরে মোনায়েমের দুই হাত নেই জেনে প্রধানমন্ত্রী আপ্লুত হয়েছেন এবং তৎক্ষনিক ১লাখ টাকা দিয়েছেন। এই ছেলেকে একটি ঘর করে দেয়ার আশ্রয়ন প্রকল্পকে নির্দেশ দিয়েছেন। তার মায়ের নিবেদন ছিল দাগনভূঞা পৌরসভায় যেন দেয়া হয়। আমরা আড়াই শতক জায়গা ক্রয় করেছি। সেখানে ঘর করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় মোনায়েমের মুখে হাসি ফুটেছে। ঘটনাটি দেখে দাগনভূঞাবাসী খুশিতে আত্মহারা হয়েছে। আমরা হৃদয়ের গভীর থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, মোনায়েম দাগনভূঞা একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার ইচ্ছা শক্তি দিয়ে ক্লাসের মেধা তালিকায় স্থান করে নিয়েছে এবং পা দিয়ে ছবি এঁকে অর্জন করেছে একের পর এক পুরস্কার। পা দিয়ে আঁকা ছবি জেলা ও জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হয়েছে।