দৈনিক ফেনীর সময়

দাগনভূঞার ১৬ সামাজিক সংগঠনকে কাশেম স্পোটিং ক্লাবের উপহার

নিজস্ব প্রতিনিধি :

স্মরণকালের ভয়াবহ বন্যায় দাগনভূঞায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ তৎপরতা ও পূনর্বাসনে ভূমিকা রাখায় ১৬ সামাজিক সংগঠনকে উপহার প্রদান করেছে কাশেম স্পোটিং ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব সমূহের সদস্যদের সম্মানে চা চক্র ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু, দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন। সভায় স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে নিসচা দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ক্লাবের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী মোহাম্মদ আবুল কাশেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দাগনভূঞায় ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে আবুল কাশেম সবসময় পৃষ্ঠপোষকতা করে আসছেন।

সভায় সংবর্ধিত ১৬ সংগঠন হচ্ছে- হাসিনা সামাদ ফাউন্ডেশন, ব্লাড মেটস সেন্টার, বাতশিরি গ্রাম উন্নয়ন সংস্থা, মানবিক ব্লাড ব্যাংক, নিরাপদ সড়ক চাই, বিজয়পুর ফাউন্ডেশন, দাগনভূঞা প্রবাসী ফোরাম, ওমরাবাদ যুব ইসলামী সেবা সংঘ, মোহাম্মদিয়া যুব শক্তি, প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব, গণিপুর সমাজ কল্যাণ পরিষদ, দিগন্ত সংঘ, মানব কল্যাণ সোসাইটি গজারিয়া, যুব উন্নয়ন সংঘ, পূর্ব চন্দ্রপুর তরুণ সংঘ, চন্ডিপুর সমাজ কল্যাণ সংঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!