দৈনিক ফেনীর সময়

দাগনভূঞায় ছাত্রলীগে পদ পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার অভিযুক্ত আসামী

দাগনভূঞায় ছাত্রলীগে পদ পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার অভিযুক্ত আসামী

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দীন চৌধুরী হত্যা মামলার অভিযুক্ত আসামী মুজাহিদুল ইসলাম ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নিয়েছেন। শুক্রবার উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তাকে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়। এনিয়ে নিহত ফখরুলের পরিবারের সদস্যদের মাঝে ক্ষোভের পাশাপাশি ছাত্রলীগ সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঞা ব্রীজের পাশের জমি থেকে পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা ফখরুল উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নিজাম উদ্দিন চৌধুরী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। মামলাটির দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক রোমেল বড়–য়া চলতি বছরের গত ২২ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরা হলো পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, তার ভাই ছায়েদুল হক পারভেজ, একই এলাকার আজিজুল হক রাসেল, হাসানগনিপুর গ্রামের মুজাহিদুল ইসলাম, তানজীম হোসেন শামীম, আশ্রাফপুর গ্রামের জাহিদ হাসান হিরা, জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আমির হোসেন বাহাদুর, দক্ষিন করিমপুর এলাকার মনির আহম্মদ, আজিজুল হক স্বপন, বেতুয়া এলাকার দিদারুল ইসলাম, আজিজ ফাজিলপুর এলাকার একরাম উল্যাহ, রামনগর ইউনিয়নের সেকান্দরপুর এলাকার আইয়ুব আলী আজাদ, ফেনী সদরের পশ্চিম বিজয়সিংহ এলাকার আবদুল মোতালেব রাজু, নোয়াখালীর সেনবাগ পৌরসভার দক্ষিন অর্জুনতলা এলাকার দিদারুল আলম। গত ৩ ফেব্রæয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অভিযোগপত্র গ্রহণ করেন।

ফখরুলের বোন শাহীনুর আক্তার জেসমিন জানান, তার ভাই ফখরুল হত্যা মামলার তদন্তে মুজাহিদ অভিযুক্ত থাকলেও তাকে বাঁচাতে ছাত্রলীগে নেতা বানানো হয়েছে। মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত ফখরুলও স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে ছিলো। তার হত্যাকারীকে পদ দিয়ে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এ ব্যাপারে তিনি ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির দৃষ্টি আকর্ষণ করেন।

দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফের সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপুর বক্তব্য জানতে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!