দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলোর জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আতাতুর্ক সরকারি হাই স্কুল মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাষক আবু সেলিম মাহমুদ উল-হাসান। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, থানার ওসি হাসান ইমাম, ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শ্রেনী-পেশায় দেড় শতাধিক মানুষ অংশ নেয়।