দৈনিক ফেনীর সময়

দাগনভূঞায় শোক দিবসে আলোচনা ও পুরষ্কার

দাগনভূঞায় শোক দিবসে আলোচনা ও পুরষ্কার

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম¥দ শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম, থানার ওসি মো: হাসান ইমাম, প্রেস ক্লাব সভাপতি মো: ইমাম হাছান কচি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা পিয়ার আহম্মদ, আতাতুর্ক সরকারি উচ্চ বদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানায় দাগনভূঞা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের মানুষ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলাম, থানার ওসি হাসান ইমাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, যুগ্ম-সম্পাদক মো: আলমগীর, মো: ফারুক, সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি বেলায়েত উল্লাহ্ স্বপন, মোহাম্মদ হোসেন সোহেল, নুরের ছাপা পলাশ, হারিছ আহম্মদ, সালেহ আহম্মদ, নুরুল হুদা হুদন, মনছুর আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহম্মদ, যুগ্ম-সম্পাদক মো: নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: শাহিন, মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, কৃষি সম্পাদক শানুল ইসলাম টিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সবুজ, কাউন্সিলর নুরুল হুদা সেলিম, আবুল হোসেন, আবদুল রেজ্জাক, সাহাব উদ্দিন, নুরুল আফছার, মো: হারুন, ছাত্রলীগ সভাপতি শামসুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফ প্রমুখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি মসজিদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!