দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রবিবার দাগনভূঞার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।
দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী, ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দেশটিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বিশিষ্ট ব্যবসায়ি নুর নবী দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট বিনোদন বিহারী ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক সিরাজ উদ্দিন দুলাল।
শেষে দোয়া পরিচালনা করেন দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী।
ইফতার মাহফিলে দাগনভূঞা উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে।