দৈনিক ফেনীর সময়

দেবীপুরে দুর্ধর্ষ ডাকাতি, দম্পতিকে বেঁধে স্বর্ণ-টাকা লুট

দেবীপুরে দুর্ধর্ষ ডাকাতি, দম্পতিকে বেঁধে স্বর্ণ-টাকা লুট

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার লন্ডনী বাড়িতে শনিবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দূর্বৃত্তরা ওই বাড়ির ফিরোজ মুহুরীর বড় ভাই লুৎফুর রহমান ও তার স্ত্রীকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, শনিবার ভোর রাতে দেবীপুর এলাকায় ‘লন্ডনী বাড়ি’ হিসেবে পরিচিত ফিরোজ মুহুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল গ্রীল কেটে ঘরে ঢুকে। এসময় ঘরে থাকা লুৎফুর রহমান ও তার স্ত্রীকে হুমকি-ধামকি দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে আলমিরা সহ আসবাবপত্র ভাংচুর চালিয়ে নগদ ৪ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় লুৎফুর রহমান বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আনিছুর রহমান ফিরোজ ফেনীর সময় কে জানান, গভীর রাতে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তার ভাই-ভাবী হতভম্ব হয়ে পড়েন। তারা কোনো চিৎকার না করায় ডাকাত দলের কেউ শারীরিকভাবে আঘাত করেনি। ডাকাতরা ঘরের নিচতলা ও দ্বিতীয় তলায় থাকা ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লক্ষাধিক টাকা, মূল্যবান শাড়ী সহ কাপড়চোপড় লুট করে।

এদিকে ভয়াবহ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জাকির হাসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের পৃথক দুটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন ফেনীর সময় কে জানান, ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!