সময় ডেস্ক :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস। আমাদের প্রতিটি কর্মে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রেরণা জুগিয়ে যাচ্ছে। যতদিন মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রকৃত গল্প আমাদের সামনে থাকবে; ততদিন বাংলাদেশ পথ হারাবেনা।
শনিবার সকালে ফেনী শহরের হাজারী রোডের আলো কনভেনশন সেন্টারে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান শিক্ষা ব্যবস্থা আগামীতে করণীয় ও শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিষয়ে এখনো পর্যাপ্ত জ্ঞান লাভ করতে পারছেনা। মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিদিনই একটি করে পাঠ শিক্ষার্থীদের দেয়া উচিৎ। প্রতিটি পার্টে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরা প্রয়োজন। এজন্য শিক্ষকদের সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে। মনে রাখতে হবে; মুক্তিযুদ্ধের ইতিহাস কোন দলের ইতিহাস নয়; এটি বাংলাদেশের ইতিহাস; এটি আমাদের সবার সম্পদ।
দৈনিক স্টারলাইন সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, স্টারলাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক স্টার লাইনের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, ফেনী মডেল কলেজের অধ্যক্ষ মো: ইলিয়াছ, জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন মিয়াজী, মাসিক আঁচল পত্রিকার সম্পাদক সাহিদা সাম্য লীনা, ফেনী ন্যাশনাল কলেজের প্রভাষক ইয়াছিন আরাফাত ও স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন।
এসময় অন্যান্যের মাঝে ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঞা, দীপ্ত টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক স্টারলাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, দেশরূপান্তর প্রতিনিধি শফিউল্লাহ রিপন, দৈনিক অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, সময় টিভির ক্যামেরাপার্সন রাসেল, দৈনিক স্টারলাইনের স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, ফেনীর তালাশের স্টাফ রিপোর্টার তানভীর চৌধুরী, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যানের পিএস সেলিম ভূঞাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।