অনলাইন ডেস্ক:
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে নিজস্ব রাজস্ব আয় ২৫ লাখ ১২ হাজার ১শ টাকা, উন্নয়ন খাতে ৯৮ লাখ ৮১ হাজার ৪০ টাকা ধরা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় উম্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: শহিদ উল্যাহ, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, শিক্ষক শেখ মোহাম্মদ একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের খতিব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।