নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মসলিশে সূরার সাবেক সদস্য ও আল-হেলাল সোসাইটির সাবেক সভাপতি লে: (অব.) একেএম নাজেম ওসমানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এদিকে তিনি রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ৮৫ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জীবদ্দশায় ২০১৪ সালে সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করেছিলেন। এছাড়া তিনি ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরে চাইল্ডস্ হ্যাভেন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ছিলেন।
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একেএম নাজেম ওসমানী পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জি.এস, পাকিস্তান রেডিও এর সংবাদ পাঠক, পাকিস্তান নৌ বাহিনীর লেঃ (অবঃ) কর্মকর্তা, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী (রহ:) এর ব্যক্তিগত সহকারী, ফেনীস্থ দারুল ইসলাম সোসাইটির সভাপতি সহ বেশ কিছু সমাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছিলেন।