দৈনিক ফেনীর সময়

নানা আয়োজনে ফেনীতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনে ফেনীতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক:

১৯ বছর পেরিয়ে ২০ বছরে পথচলা শুরু করেছে এনটিভি। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর ভাবে দিনটি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ফেনী রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা, কেকে কাটা শেষে শহরে সাধারন মানুষের মাঝে করোনা সংক্রমনের সচেতনতা বাড়ানোর জন্য মাস্ক বিতরন করা হয।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এসময় এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, অনেক সফলতার সাথে এনটিভি ১৯ বছর পার করেছে। এনটিভির বিনোদন এবং সংবাদ দুটি অত্যন্ত চমৎকার ও সুন্দর ভাবে উপস্থাপন করে। সেজন্য এনটিভি মানুষের হৃদয়ে জনপ্রিয় চ্যানেল হিসেবে স্থান করে নিয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, যেভাবে মানুষকে বিনোদন এবং সঠিক সংবাদ দিয়ে দেশের সেবা করতে পেরেছে ঠিক আগামী বছরগুলোতে এর ছেয়ে বেশি বিনোদন ও সংবাদের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে এনটিভি এমনটি প্রত্যাশা।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এসময় শুসেন চন্দ্র শীল বলেন, নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে এনটিভি। পাশাপাশি বিনোদমূলক ভিন্ন ভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে এনটিভি। এনটিভি সর্বাত্মক সফলতা কামনা করছি।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদার আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল। বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজের নিজস্ব প্রতিনিধি শুকদেব নাথ তপন, ডিবিসি ও অবজারভারের ফেনী প্রতিনিধি আবু তাহের ভূইয়া, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, মাছরাঙ্গা ও বাংলাদেশ প্রতিদিনের ফেনী জেলা প্রতিনিধি জমির উদ্দিন ব্যাগ।

অনুষ্ঠানে ফেনীতে কমরত জাতীয় দৈনিক,ইলেক্টনিক মিডিয়া ,স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!