দৈনিক ফেনীর সময়

নান্দনিকভাবে নির্মিত হবে ফেনী কলেজের বধ্যভূমি স্মৃতিস্তম্ভ

নান্দনিকভাবে নির্মিত হবে ফেনী কলেজের বধ্যভূমি স্মৃতিস্তম্ভ

রাসেল চৌধুরী :

ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম নিজাম উদ্দিন হাজারী বলেছেন, “ফেনী সরকারি কলেজের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মান হবে নান্দনিকভাবে। এ বধ্যভূমি সংরক্ষণ হবে বাংলাদেশের রোল মডেল। এটি ফেনীর ইতিহাস-ঐতিহ্যকে সমৃদ্ধ করবে। আগামী প্রজন্মের কাছে ফেনীর মুক্তিযোদ্ধোদের ইতিহাস তুলে ধরবে। এর অর্থায়নে আমি সহযোগিতা করবো।”

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, “ফেনী কলেজের বধ্যভূমি ফেনীর মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মান হবে অত্যাধুনিক। এটি দেখে আগামী প্রজন্ম প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে। এটি নির্মানে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। ফেনীর মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রতিনিধিত্ব করবে।”

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী সরকারী কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষার্থে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নবনির্মান কাজের ডিজাইন এনিমেশন নিয়ে আলোচনা হয়।

সভা সূত্র জানায়, নির্মিতব্য বধ্যভূমি স্মৃতিস্তম্ভের সম্ভাব্য নির্মান ব্যায় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা এবং সম্ভাব্য ২৬ হাজার ৫শ স্কয়ারফিট জায়গার উপর এটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে ডিজিটাল সার্ভে করা হবে। এ নির্মান কাজে রয়েছেন চট্টগ্রামের স্থাপত্য প্রতিষ্ঠান ভেক্টর পিন্থ। স্থপতি জাবেদ ইকবাল রুপম, মো: ফয়সাল সাবরী ও মো: জহির কাজ করছেন।

আলোচনায় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজগর আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না, আরিফুল আমিন রিজভী, কলেজ ছাত্র সংসদের ভিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু প্রমুখ অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!