দৈনিক ফেনীর সময়

নাশিত হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ফেনীতে এনসিটিএফ’র মানববন্ধন

নাশিত হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ফেনীতে এনসিটিএফ’র মানববন্ধন

শহর প্রতিনিধি :

ফেনীতে স্কুল ছাত্র আহনাফ আল মাঈন নাশিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনীর সদস্যরা। রবিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এনসিটিএফ ফেনীর উপদেষ্টা, কার্যকরী ও সাধারণ সদস্যরা অংশ নেন। এসময় তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ফেনী জেলা এনসিটিএফ উপদেষ্টা আবু তাহের ভুঞা বলেন, এমন শিশু হত্যাকান্ড যাতে আগামীতে না ঘটে সেজন্য দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এনসিটিএফ উপদেষ্টা আসাদুজ্জামান দারা বলেন, পুলিশ দ্রুত আসামীদের আইনের আওতায় এনেছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা গভীর তদন্তের মাধ্যমে বের করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান তিনি। এসময় তিনি আগামীতে এমন ঘটনা যাতে না ঘটে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

ইয়েস বাংলাদেশ ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা ইমন উল হক, নাজমুল হক শামীম, এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনা ও সহ সভাপতি শাহরিয়ার উল্ল্যাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!