নিজস্ব প্রতিনিধি :
সদ্য পতন হওয়া আওয়ামীলীগ সরকারের ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুই সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করে দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় এ অনুসন্ধান শুরু করে।
তিন অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফারুক আহমেদ। এছাড়া তিনজন উপসহকারি পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন- আবদুল্লাহ আল নোমান, চিন্ময় চক্রবর্তী ও মো: জাহেদ আলম।
দুদকের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফারুক আহমেদ বলেন, ক্ষমতার অপব্যবহারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ অত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে এ কমিটি অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হবে।