অনলাইন ডেস্ক :
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার বিকালে তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষোভ মিছিল করা হয়। শহরের ট্রাংক রোডের খেজুর চত্ত¡র থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোডের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে সহ-সভাপতি গিয়াসউদ্দিন খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদস্য আতিকুর রহমান মামুন, স্বেচ্ছাবেক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সদর উপজেলা যুবদল আহবায়ক নিজাম উদ্দিন, পৌর আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রশিদ আহম্মদ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমুখ অংশ নেন।
এর আগে বিকালে রাজধানীর নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, গোয়েন্দা পুলিশের একটি দল নয়াপল্টনের জামান টাওয়ারে নাসির খন্দকারের ব্যবহৃত এন.কে ট্রেডার্সের অফিস কক্ষের সামনে সড়কে অবস্থান নেয়। বিকাল ৩টার দিকে অফিসে উঠার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে ওসি জানান।