অনলাইন ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীন নির্বাচন হবে।
শনিবার ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার স্বাধীনতার স্বপ্ন ধ্বংস করছে। তারা পুলিশ দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন খামাতে চায়। আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।