নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী সরকারি কলেজ থেকে অপসারণ হওয়া উপাধ্যক্ষ ড. লোকমান ভূঁইয়া সম্প্রতি ফুলগাজী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এ পদায়নে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষা ক্যাডার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, ড. মোহাম্মদ লোকমান ভূঁইয়া ৫ আগস্টের আগে নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। দীর্ঘ ২৬ বছর নোয়াখালী সরকারি কলেজে চাকরি করেন। দীর্ঘদিন এক জায়গা চাকরি করার কারণে তিনি নোয়াখালী সরকারি কলেজে সিন্ডিকেট গড়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। ছাত্রলীগের নেতাদের বিভিন্ন দিবস উপলক্ষ্যে চাঁদা দিতে হতো। সব চাঁদা তার হাত দিয়েই যেত। সাধারণ শিক্ষকরা অনিয়মের প্রতিবাদ করায় ড. লোকমান ভূঁইয়ার ইন্ধনে কলেজে অনেক শিক্ষক ছাত্রলীগের হাতে নিগৃহীত ও লাঞ্ছিত হয়েছেন। তিনি শিক্ষা ক্যাডারের আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। ৫ আগস্টের বিপ্লবের পর বৈষম্যবিরোধী প্লাটফর্মের ছাত্র-ছাত্রীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়। শুরুর দিকে মন্ত্রনালয়ের আদেশে ওএসডি হয়েও অধ্যক্ষ পদ ভাগিয়ে নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের লোকজন নানাভাবে খোলস পাল্টিয়ে ফেনী জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদায়ন নিচ্ছেন। তাদের কোনরকম সুযোগ দেয়া হবেনা।’