নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের দূর্বৃত্তের গুলিতে আহত ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. দুলাল মেম্বার (৪৭) চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মোটরসাইকেল চালক সহ দুইজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন, আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। নিহত দুলাল মেম্বার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূর ইসলামের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে জায়গা জমি নিয়ে একটি সালিশী বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে যাচ্ছিলেন দুলাল মেম্বার, হাসান ও তাদের মোটরসাইকেল চালক। তাদের মোটরসাইকেলটি আন্ডারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকার মোড়ে পৌঁছলে প্রথমে কয়েকজন দূর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে তিনজনকে সড়কের ওপর ফেলে দেয়। পরে হামলাকারীরা দুলাল মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলের নিচে পড়ে হাসান আহত হন। পরে স্থানীয় লোকজন পিঠে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল মেম্বারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর রাতেই আমরা দুলাল মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ওই হাসপাতালে ৪দিন চিকিৎসা নেওয়ার পর সোমবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরের উনার মৃতদেহ নোয়াখালীতে আসবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুলাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তার মা নুরুন নেছা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। মামলার তদন্ত স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।