পরশুরাম প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধের গল্প শুনলো পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্ররসার শিক্ষার্থীরা। সোমবার সকালে মাদরাসার সম্মেলন কক্ষে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধের সময় রণাঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন বাস্তব ঘটনার গল্প শোনান ফেনী জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, পরশুরাম উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ফেনী জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব বলেন, ‘জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি যাতে শোষণ- নিপীড়নমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে।’
ফেনী জেলা তথ্য কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব নুরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক বই অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়।