দৈনিক ফেনীর সময়

পরশুরাম-ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী-কোস্টগার্ড

পরশুরাম-ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী-কোস্টগার্ড

নিজস্ব প্রতিনিধি :

পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার কবলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ইতিমধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ১২টি বোট নিয়ে বন্যা কবলিত পৌছেছেন। এছাড়া উদ্ধারকাজে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম থেকে কোস্টগার্ড সদস্যরাও পৌঁছেছে।

ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মুহাইমিন তাজিম জানান, মঙ্গলবার রাত থেকে বন্যা কবলিত এলাকায় তারা পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে। পানি বেশি থাকায় নৌকায় উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। বেশিরভাগ এলাকার একচালা ও পাকাঘর ডুবে গেছে। কোথাও আশ্রয় নেয়ার মতো অবস্থান নেই।

ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৪৮ ঘণ্টায় ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যা পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন কাজ করছে। পানিবন্দী মানুষকে উদ্ধারে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবীও কাজ করছেন। প্রয়োজনের তুলনায় সেটা খুব সামান্য। উদ্ধারকাজে সহযোগিতার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। মানবিক সহায়তা হিসেবে জেলায় নগদ ১০ লাখ টাকা ও ৫শ মেট্টিক টন চাল মজুদ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!