নিজস্ব প্রতিনিধি :
জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহনের ভাড়াও বাড়ছে। তবে আজ ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও ফেনীর বিভিন্ন রুটে বিচ্ছিন্নভাবে বর্ধিত ভাড়া আদায় করা হলেও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি পরিবহন-মালিক কর্তৃপক্ষ।
তবে সড়ক-মহাসড়কে সকাল থেকে গাড়ীর পরিমান অন্যদিনের তুলনায় কম দেখা যাচ্ছে। বর্ধিত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সাথে গাড়ীর চালক-হেলপারদের বাকবিতন্ডা হচ্ছে দফায় দফায়। ফেনী থেকে ঢাকা রুটে বিভিন্ন গাড়ীতে ৫০ টাকা থেকে ৭০-৮০ টাকা পর্যন্ত বাড়তি নেয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। অপরদিকে ফেনী-মাইজদী রুটে ২০-৩০ টাকা বাড়তি নেয়া হচ্ছে।
আজ শনিবার বিকালে বিকেল ৫টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
পরিবহন মালিক এবং বিআরটিএর সূত্রগুলো বলছে, আজকের বৈঠকে বর্ধিত ভাড়ার হার ঘোষণার পরিকল্পনা আছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বাসাভাড়া নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হবে। আমরা চাই, জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বর্ধিত ভাড়ার হার আজই সমন্বয় করা হোক।’
শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা। বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দামও। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা, যা এত দিন ৮৬ টাকা ছিল। অকটেনের দাম ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।