ডা: আশুতোষ নাথ
দৈনিক ফেনীর সময় পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ফেনীর সময় পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দৈনিক ফেনীর সময় বৃহত্তর নোয়াখালী’র পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি দৈনিক পত্রিকা। এই পত্রিকাতে বৃহত্তর নোয়াখালী খবরের পাশাপাশি দেশ বিদেশের ঘটনাবহুল সংবাদও অত্যন্ত গুরুত্বের সাথে ছাপানো হয়। কোভিড-১৯ এর সময় দেশের ক্রান্তিকালে এই ফেনীর সময় প্রিন্ট মিড়িয়াতে সিমাবদ্ধ না থেকে তাদের অনলাইন ইলেকট্রনিক্স মিড়িয়াতে জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তখন সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করে থাকে এবং চিকিৎসা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশ দিয়ে জনগনকে সচেতনতায় উদ্বুদ্ধ করতে যথেষ্ঠ ভ‚মিকা পালন করে। সব থেকে বড় কথা হলো সত্য প্রকাশের ক্ষেত্রে দলমত ও মতাদর্শিক বিশ্বাস প্রাধান্য পায় না। ফেনীর সময়ে প্রতিবেদনে অসম্প্রদায়িকতা ও দলমতের উর্ধ্বে এই ধরনের নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি সবার কাছে গ্রহণযোগ্যতা বিশেষ একটা স্থান পাঠকের হৃদয়ে অবস্থান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দুনীর্তিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন রকমের তথ্য প্রকাশ করে অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রেখে দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভ‚মিকা পালন করবে এমন প্রত্যাশা করি।
লেখক : সহকারী অধ্যাপক, নোয়াখালী এম.এ. রহমান
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।