fenirshomoy logo black

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাস গ্রামে একসঙ্গে বাবা-মা হারানো সেই দুই ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। তিনি শনিবার তাদের বাড়ি গিয়ে ঈদ উপহার প্রদান করেন। পবিত্র ঈদুল আযহা উদযাপনে কোরবানীর জন্য উপহার হিসেবে একটি ছাগল ও নগদ অর্থ দেয়া হয়।

এসময় জামাল-খাদিজা দম্পতির বড় ছেলে বড় ছেলে আজহারুল ইসলাম অন্তর ও ছোট ছেলে আশরাফুল ইসলাম হৃদয়ের পড়াশোনা সহ সার্বিক খোঁজখবর নেন। তাদের পড়াশোনা সহ ভবিষ্যতে কোনধরনের সহযোগিতার প্রয়োজন হলে পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

অন্তর ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ও হৃদয় খাইয়ারা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।

দক্ষিন চর কালিদাস গ্রামের বাসিন্দা মালদ্বীপ প্রবাসী জামাল উদ্দিন (৪৭) গত ২২ জুন তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ২৮ জুন রাত ৯টায় তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছে। তার লাশ বাড়ি আনার খবর পেয়ে নির্বাক হয়ে স্ত্রী বিবি খাদিজা (৩৭)ও মারা যান। প্রতিবার আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন হলেও এবার তাদের কোন ঈদ আয়োজন ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!