নিজস্ব প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আলিনগর এলাকায় এক প্রবাসীকে তুলে নিয়ে মারধর করে ২ লাখ টাকা চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। মারধরের শিকার ওই প্রবাসী ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন ওই এলাকার বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা পেয়ার আহমদ সওদাগরের ছেলে আরিফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে মাসুদ ও রানা নামে দুইজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাকে পাশ্ববর্তী মাদরাসা রোডের নুরুল ইসলামের বাড়ি সংলগ্ন নির্জন স্থানে নিয়ে বেদড়ক পিটিয়ে হাত-পা জখম করে। একপর্যায়ে তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা নিয়ে বাড়ির সামনে ফেলে যায়। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাণভয়ে ঘটনাটি তারা পুলিশকেও জানাতে সাহস করছেনা।