fenirshomoy logo black

অনলাইন ডেস্ক

ইসরাইলের নির্মম আগ্রাসীর শিকার মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে স্বরচিত কবিতা পাঠ করেছে ফেনী সাহিত্য সভা।

ফেনী জেলা প্রশাসন আয়োজিত ও ফেনী পৌরসভার সহযোগিতায় ফেনী শহরের পিটিআই মাঠে সাতদিনের বৈশাখি ও লোকজ মেলার শেষদিন গত রোববার সন্ধ্যায় সংগঠনের কবিরা এ কবিতা পাঠে অংশ নেন। ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এ অধিবেশনটির সঞ্চালক ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য কবি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি ফেনী প্রধান শাখার অফিসার শামীম পাটোয়ারী। কবিতা পাঠ করেন ফেনী সাহিত্য সভার সদস্য সচিব কবি বকুল আকতার দরিয়া, কবি মো. আবদুল ওয়াদুদ , কবি রাবেয়া সুলতানা, কবি শামীম পাটোয়ারী, কবি সালেহা খানম, কবি শিরিন রহমান, কবি মারুফা আক্তার, কবি সু বোধ ছোটন। এছাড়া ছিলেন ফেনীর প্রধান কবি মনজুর তাজিম এবং ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!