ফুলগাজী প্রতিনিধি :
ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে শনিবার রাতে টিকটক এর ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগে পল্লব দেবনাথ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মৃত্যুর ভিডিও উদ্ধার করে পুলিশ। রবিবার ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।
পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে নিজেদের দোতলা বাড়ির নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল ও গামছা পেঁচিয়ে টিকটক করে মুন্সীরহাট আলি আজম স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় কেশব নাথের ছেলে পল্লব (১৮)। এতে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। মোবাইল ফোনে টিকটক অ্যাপের ভিডিওতে এ ধরনের আরো দুটি ভিডিও ধারণ রয়েছে।
ফুলগাজী থানার ওসি মুহাম্মদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।