দৈনিক ফেনীর সময়

ফেনীকে ইতিবাচক ভাবে তুলে ধরুন-এসপি জাকির হাসান

ফেনীকে ইতিবাচক ভাবে তুলে ধরুন-এসপি জাকির হাসান

রিপোর্টার্স ইউনিটির দুই দিনের প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক:

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন,“সাংবাদিকরা চাইলে একটি নেগেটিভ বিষয়কেও পজেটিভভাবে উপস্থাপন করতে পারেন।আমরা সাংবাদিকদের মাধ্যমেই নানা তথ্য পেয়ে থাকি।আর এসব তথ্য ধরেই আমরা কাজ করার সুযোগ পাই।”

তিনি বলেন,“আপনারা ফেনীর স্থায়ী নাগরিক।আপনারা যেভাবে ফেনীকে তুলে ধরবেন-দেশ বিদেশের মানুষ সেভাবেই এ জেলাকে জানবে।তাই ইতিবাচক ভাবেই সব বিষয়ে তুলে ধরার চেষ্টা করলে ভাল হয়।অনিয়ম হলে তাও লিখতে হবে।সঠিক তথ্য তুলে ধরলে অবশ্যই সবাই উপকৃত হবে।“

তিনি আরও বলেন,“আমি ফেনী এসেছি মাত্র কদিন হল।রাতারাতি সব কাজ করে ফেলা সম্ভব নয়।তবুও চেষ্টা করে যাব।সবাই মিলে চেষ্টা করলে সমাজকে সার্বিকভাবে এগিয়ে নেয়া সম্ভব।”

তিনি বলেন,“প্রশিক্ষণের কোন বিকল্প নেই।আপনি যত বেশি প্রশিক্ষণ নেবেন-পেশাগত ক্ষেত্রে ততই দক্ষতা উন্নয়ন হবে।”

পুলিশ সুপার শুক্রবার সকালে শহরের ডা: সাজ্জাদ হোসেন মিলনায়তনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বক্তব্য রাখছেন পুলিশ সুপার জাকির হাসান

 

জেলা ও উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিককে নিয়ে ফেনী রিপোর্টার্স ইউনিটি এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিএমএ ফেনী জেলা সভাপতি ডা: সাহেদুল ইসলাম  ভূঁইয়া কাওসার,দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা,ফেনী চেম্বার অব কমার্সের সহ সভাপতি জাফর উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা,দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী।ইউনিটির সাধারন সম্পাদক দিদারুল আলম শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ, ইউনিটির  সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন,সাবেক সাধারন সম্পাদক ও আলোকিত বাংলাদেম প্রতিনিধি জহিরুল হক মিলন,  যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ও দৈনিক স্টারলাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, দপ্তর সম্পাদক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক ও দেশরূপান্তর প্রতিনিধি সফিউল্লাহ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথমদিনে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র প্রশিক্ষক মিজানুর রহমান মাসুদ(ঢাকা) আবু নাছের মঞ্জু (নোয়াখালী) ও শওকত মাহমুদ(ফেনী)।

শনিবার দিনব্যাপি প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!