আলী হায়দার মানিক :
ফেনীতে দিনদিন বদলে যাচ্ছে গ্রামীণ দৃশ্যপট। ২০২১-২০২২ অর্থ বছরে জেলার প্রত্যেক উপজেলায় ১শ ৬০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামে উন্নয়ন হয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্ছিত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ফেনী জেলায় ২০২১-২০২২ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয়েছে। ১শ ৬০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নের মধ্যে প্রায় ৫০.৮০ কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত হয়েছে ৫১ কিলোমিটার। ৩ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার কালভার্ট মেরামত করা হয়েছে। ৭৫ কোটি টাকা ব্যয়ে ১০৫ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। ৫টি গ্রামীণ বাজার ১০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করা হয়েছে। ২১ কোটি টাকা ব্যয়ে ১০৭ মিটার ব্রীজ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন খাইয়ারা রাস্তার মাথা হয়ে সোনাগাজী বাইপাস সড়কে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়া ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ফেনীতে ১ হাজার ৮শ ৪৪ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন এবং ১ হাজার ৪শ ৭০ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। একই সঙ্গে এই জেলায় ২শ ৩৮ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণাধীন এবং ১শ ৫৩ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণাধীন রয়েছে।
জানতে চাইলে এলজিইডির ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী ফেনীর সময় কে জানান, উন্নত বাংলাদেশ নিনির্মাণে অদম্য অগ্রযাত্রায় ফেনীতে ব্যাপক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড হয়েছে এবং চলছে। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট, হাট-বাজারসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলাকার জনগণের জন্য কাজ করছি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ মোতাবেক ‘আমার গ্রাম আমার শহর’ হবে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ফেনীর সময় কে জানান, ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত রাষ্ট্র বাস্তবায়নে পুরো জেলায় সমানতালে উন্নয়ন অব্যাহত রয়েছে। নিজাম উদ্দিন হাজারী যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সার্বিক সহযোগীতায় ফেনীতে তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে নিজাম হাজারী দল, মত ও গোষ্ঠির উর্ধ্বে উঠে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে বারবার ক্ষমতায় থাকতে হবে। উন্নয়নের সার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। তাহলেই আমরা এগিয়ে যাবো। আমরা এগিয়ে গেলে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।