নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার বিকালে জেলা ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, সদর উপজেলা সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু।
এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, হাজী জামাল উদ্দিন, আইন সম্পাদক এম. শাহজাহান সাজু, যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে কলেজ রোড, দোয়েল চত্ত¡র, খেজুর চত্ত¡র, বড় মসজিদ প্রদক্ষিণ করে।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়া। ছয় দফা আন্দোলনের মাধ্যমে এদেশের স্বাধীনতার সূচনা হয়। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।