নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ই-ট্রাফিক প্রসিকিউশন চালুর ফলে জনগনের হয়রানী কমবে। অতীতে অনেক ভোগান্তি হয়েছে। ট্রাফিকের নতুন এ সিস্টেম সবাইকে মেনে চলতে হবে। আওয়ামীলীগের কোন নেতাকর্মী ট্রাফিক আইন অমান্য করলেও তাৎক্ষনিক জরিমানা করা হবে। সুপারিশের কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছেন তার সুফল আমরা পাচ্ছি।
সোমবার বিকালে শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও জেলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা আজম চৌধুরী প্রমুখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো: মাশকুর রহমান, বিআরটিএ সহকারি পরিচালক আবদুল্লাহ আল মামুন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম মজুমদার প্রমুখ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্র জানায়, ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে গাড়ী বা মোটর সাইকেলের মামলার মাধ্যমে জরিমানা অনলাইনে প্রদান করতে পারবেন।