নিজস্ব প্রতিনিধি :
সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসবকে সামনে রেখে কেউ তৈরি করেছে হাতের তৈরি পোশাক, আর কারো সংগ্রহে রং-বেরংয়ের শাড়ী ও থ্রি-পিস। কোন কোন স্টলে ২০ থেকে ৩০শতাংশ ছাড়ের অফার দেয়া হয়েছে। শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ঈদ আড্ডার আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক নারীদের সংগঠন ‘ফেনীয়ান বিজনেস ওমেন’। দুইদিন ব্যাপী এ আড্ডা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এতে ২৫টি স্টল অংশ নেয়। এসবের মধ্যে এস এন্ড এইচ বুটিক ফ্যাশন হাউজ, শ্বেতকাহন, জামান স্টাস, শখের হাট বাজার, পরিপূর্ণা, রন্ধন, জান্নাত কালেকশন, রুমা বুটিক ঘর, হ্যালো কল, হৈমন্তি, রং তুলির ছোঁয়া, ঘর কন্যা বিউটি, পার্লার এন্ড বুটিক, বেলিভিউ বিউটি পার্লার এন্ড বুটিক হাউজ রয়েছে।
সোমবার দুপুরে প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এসময় ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার প্রমুখ নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেক-আইসক্রিম সহ বিভিন্ন পণ্যের পসরা রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলছে। দিনের বেলায় দর্শনার্থী কম থাকলেও সন্ধ্যার পর ভীড় বাড়তে থাকে।
জান্নাত কালেকশানের স্বত্ত্বাধিকারী রাবেয়া আক্তার জানান, গত প্রায় তিনবছর ধরে বাসায় বসে হাতের তৈরি পোশাক তৈরি করেন। তার মাধ্যমে আরো ১৬ জন নারী বাসায় কাজ করেন। মফস্বল শহরে মানুষের আগ্রহ তেমন না থাকলেও দিনদিন বেশ সাড়া পাচ্ছেন।
মেলার আয়োজক হোসনে আরা স্মৃতি জানান, ফেনীতে অনেক নারী অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে উদ্যোক্তা হয়েছেন। নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে আরো অনেক নারী এ প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে বিভিন্ন পণ্য কেনাবেচা করে চলেছেন। কিন্তু তাদের সঙ্গে আমাদের সরাসরি দেখা হয়না। এ মেলার মাধ্যমে সবার সঙ্গে সবার দেখা হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যগুলো সরাসরি প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হবে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, নারী উদ্যোক্তারা অনলাইন ভিত্তিক অগ্রযাত্রায় রয়েছে। তাদেরকে সার্বিকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। নারী-পুরুষের ভেদাভেদ নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভাবনাময়ী বাংলাদেশ গড়তে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে চাই।