নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে ফেনীর প্রধান ঈদগাহ ঐতিহাসিক মিজান ময়দান। শনিবার সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে কয়েক সহস্রাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে নামাজে অংশ নেবেন। শুক্রবার বিকালে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
এসময় নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো আছে। রোজার মধ্যে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে কোথাও ছিনতাই-রাহাজানি, সন্ত্রাসী কর্মকান্ড ঘটেনি। সবার ঐকান্তিক চেষ্টায় সুন্দর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে পারবো। সারাদেশের মতো ফেনীতেও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার টন খাদ্য সামগ্রী দিয়েছেন।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, তাপমাত্র বেড়ে যাওয়ার কারনে নানা জায়গায় অগ্নিকান্ড হচ্ছে। বিদ্যুত সহ নানারকম অস্থিতিশীলতার চেষ্টা হতে পারে। এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঈদ উদযাপন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথে মুসল্লীদের চেক করে ঈদগাহে প্রবেশ করানো হবে। রোজার প্রথমদিন থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর প্রেক্ষিতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে চলেছি।
বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মার্কেটে এসি, লাইট জ্বলছে। ঈদ কেনাকাটা শেষ হলে বিদ্যুত সাশ্রয় হবে। তাহলে গ্রামাঞ্চলেও বিদ্যুতের সরবরাহ সম্ভব হবে। সরকারও বিদ্যুতের সর্বোচ্চ সেবায় আন্তরিকতার সাথে চেষ্টা করছেন। ভবিষ্যতে এ সমস্যা কেটে যাবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।