শহর প্রতিনিধি :
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর সামনে রেখে ঈদের জামাতের জন্য জেলার ঈদগাহগুলোতে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রধান ঈদগাহ ঐতিহাসিক মিজান ময়দান প্রস্তুত করা হচ্ছে। এখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামীক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া জহিরিয়া মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে, দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ ৮টা ৩০ মিনিটে, জি.এ একাডেমি ঈদগাহ ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে ৮টা ৪৫ মিনিটে, সার্কিট হাউজ জামে মসজিদে ৮টা ৪৫ মিনিটে,মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদে ৮টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস মসজিদে ৭টা ৪৫ মিনিটে, শান্তি কোম্পানি জামে মসজিদে ৮টা, রেল স্টেশন জামে মসজিদ ৮টা ৪৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে, উত্তর চাঁড়িপুর মুক্তার বাড়ী জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, বদরুন্নেসা জামে মসজিদে ৮টা, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৮টা, লমী হাজারী বাড়ী জামে মসজিদে ৮টা, হাজারীপাড়া জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, জেলা কারাগারে ৮টা ৩০ মিনিটে এবং জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বাসস কে জানান, জেলার প্রধান ঈদগাহে সুসজ্জিত প্যান্ডেল তৈরি করা হয়েছে। ঈদগাহে আাসা মুসল্লীদের জন্য খেজুর ও পানির ব্যাবস্থা রয়েছে।