দৈনিক ফেনীর সময়

ফেনীতে ঈদ জামাত কোথায় কখন

ফেনীতে ঈদ জামাত কোথায় কখন

শহর প্রতিনিধি: চাঁদ উঠলে আগামী সোমবার অথবা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। ফেনীতে পবিত্র ঈদুল ফিতরের জামাত কখন কোথায় হবে তা ইসলামীক ফাউন্ডেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসলামীক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. সাহাবুদ্দীনের সাক্ষরিত বিবৃতিতে তা জানানো হয়।

ফেনীর কেন্দ্রীয় জামাত ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭ টা ১৫ মিনিটে ও জহিরিয়া মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে৷ এছাড়া শহরের দক্ষিণ চাড়িপুর ঈদগাহ ৮ টা ৩০ মিনিটে,জি.এ একাডেমি ঈদগাহ ৮ টায়,পুলিশ লাইন জামে মসজিদ ৮ টা ৪৫ মিনিটে, সার্কিট হাউজ জামে মসজিদে ৮ টা ৪৫ মিনিটে,মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদে ৮ টায়,পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৭ টা ৪৫ মিনিটে, শান্তি কোম্পানি জামে মসজিদে ৮ টায়,রেল স্টেশন জামে মসজিদ ৮ টা ৪৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭ টা ৪৫ মিনিটে,উত্তর চাড়িপুর মুক্তাবাড়ী জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, বদরুন্নেসা জামে মসজিদে ৮ টায়,সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৮ টায়, লমী হাজারী বাড়ী জামে মসজিদে ৮ টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, জেলা কারাগারে ৮ টা ৩০ মিনিটে ও জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ৭ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!