নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে অতীতের মতো এবারও চলতি বোরো মৌসুমে জমি থেকে ধান কেটে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। গতকাল বুধবার সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের এই নির্দেশ দেন।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে এদেশের কৃষক ও ছাত্রসমাজ অস্ত্রহাতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রæমুক্ত করেছে। ভাষা, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু থেকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে নিরন্তর সংগ্রামে তাতে নির্ভরযোগ্য সহযোগি হিসেবে ভূমিকা রেখেছে এদেশের কৃষক ও ছাত্রসমাজ। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দেশের তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবিচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এবছরও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হয়, এটিই সংকল্প। সেই লক্ষ্যে ফেনী জেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিট সমূহ ও ফেনী জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ফেনীতে অসহায় কৃষকদের ধান কেটে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়য়নের ৪নং ওয়ার্ড কাটা মোবারক ঘোনা এলাকায় ফেনী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধান কাটায় অংশগ্রহণ করবে।