নিজস্ব প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ফেনীতেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় ফেনীতে অংশ নিচ্ছে ২৪ হাজার ৬৬৬ শিক্ষার্থী। জেলার ৬ উপজেলার ৩৬টি কেন্দ্রে ৩০৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা গ্রহনের সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এবার এসএসসিতে ২০টি কেন্দ্রে ১৮২টি বিদ্যালয় থেকে ১৮ হাজার ৪৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। একইভাবে দাখিলে ৯টি কেন্দ্রে ১০৫টি মাদরাসার ৫ হাজার ২৩ শিক্ষার্থী, এসএসসি ভোকেশনালে ৬টি কেন্দ্রে ১৮টি বিদ্যালয়ের ১ হাজার ১শ ৪০ শিক্ষার্থী এবং দাখিল ভোকেশনালের ১টি কেন্দ্রে ২১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।
এর মধ্যে এসএসসিতে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৭৩, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩শ ৫২, ফেনী গার্লস ক্যাডেট কলেজ কেন্দ্রে ৫৬, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৮৩, শরীষাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ ১৭, ধলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৩৪, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৪শ ৩০ শিক্ষার্থী, পরশুরাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫০, ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৫, আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে ৫শ ৯৬ শিক্ষার্থী, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬শ ৪৮, ছালেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ২০, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩শ ৩২, বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ১শ ৭৬, ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ৪শ ৩২, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫শ ১৬, দাগনভূঞা আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৮শ ১৪, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে ৬শ ৫০, সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ে ৬শ ৮৯ ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ২শ ৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
দাখিলে ফেনী আলীয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১ হাজার ১শ ৪৪, সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৭৭, ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৯শ ৮৬, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ২২ শিক্ষার্থী, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৬৫ শিক্ষার্থী, কোরাইশমুন্সি আলীম মাদরাসা কেন্দ্রে ৪শ ৩৩ শিক্ষার্থী, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ২শ ৮০, বক্তারমুন্সি ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ৪শ ১১ ও গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এসএসসি ভোকেশনালে ফেনী টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪শ ৯৮, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৩, পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৬, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭১ ও সোনাগাজীর মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ে ২শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়াও দাখিল ভোকেশনালে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর ইসকান্দারিয়া সুন্নিয়া মাদরাসা ২১ শিক্ষার্থী অংশ নেবে।
এ প্রসঙ্গে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের আন্তরিক সহযোগিতায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনে কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে।